অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও বাংলাদেশে নতুন করে সক্রিয় হবার চেষ্টা করছে আল কায়দা


ভারত ও বাংলাদেশে নতুন করে সক্রিয় হয়ে উঠতে চেষ্টা করছে জঙ্গী সংগঠন আল কায়দা। রবিবার ভারতীয় উপমহাদেশে আল কায়দার প্রধান আসিম উমর এক বিবৃতি জারি করে ভারতীয় মুসলিম যুব সমাজকে বলেছেন, আর দল বেঁধে আক্রমণ নয়, এবার থেকে নিজেই লক্ষ্য স্থির করে নিয়ে সংস্থার জঙ্গীরা একক ভাবেই হত্যা করুক ভারত আর বাংলাদেশের প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের।

ভারতীয় নিরাপত্তা কর্তারা মনে করছেন, ইদানিং কালে অন্যান্য জঙ্গী সংগঠনগুলি তরুণদের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠছে দেখেই আল কায়দা নিজেদের দিকে নজর ফেরাতেই এই কৌশল নিয়েছে। বিশেষত, ইসলামিক স্টেট সংগঠনটি রীতিমত প্রচারের আলোয় এসে পড়েছে।

চলতি ভাষায় একক জঙ্গী আক্রমণকে অভিহিত করা হয় `লোন উলফ অ্যাটাক` নামে। সাম্প্রতিক কালে এ রকম বেশ কয়েকটি আক্রমণ ঘটেছে ইউরোপে। এ ধরণের একক ভাবে পরিকল্পনা ও আক্রমণ হলে গোয়েন্দাদের পক্ষে এদের খোঁজ রাখাটা কঠিন হয়ে পড়ে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG