অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পরমাণু বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহারে কারিগরি সহায়তা দেবে ভারত


বাংলাদেশের পরমাণু বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহারে কারিগরি সহায়তা দেবে ভারত এবং এ বিষয়ে একটি চুক্তির খসড়া সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ।

কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থায়ন ও সহায়তা করছে রাশিয়া এবং এ বিদ্যুৎ-কেন্দ্র নির্মাণের সার্বিক দায়িত্বও রাশিয়ার। তবে বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী দেশ ভারতের বিদ্যুৎ-কেন্দ্র নির্মাণের ব্যপারে বিশাল অভিজ্ঞতা রয়েছে বলে উল্লেখ করে কর্মকর্তারা জানান কারিগরি ও জ্ঞানগত দিক থেকে ভারতের অভিজ্ঞতা অনেক বেশি তাই দেশটির কাছ থেকে থেকে বাংলাদেশ জ্ঞান ও কারিগরি সহায়তা নেব।

ভারত থেকে এ ধরনের সহায়তা নেওয়া হলে এই বিদ্যুৎ-কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে ভারতের কোনো প্রভাব বিস্তার হবে না বলে তারা আশ্বস্ত করেন। কৃষিপ্রযুক্তি এবং পরমাণু চিকিৎসার ক্ষেত্রেও ভারত বাংলাদেশকে সহায়তা দেবে বলে খসড়া চুক্তিতে উল্লেখ করা হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG