অ্যাকসেসিবিলিটি লিংক

পারমানবিক রফা নিয়ে অবহিত করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ যারিফ বাংলাদেশ গিয়েছেন


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন- ইরান পারমানবিক রফা নিয়ে বিরোধী পক্ষিয়দের কূৎসা রটনার শত চেষ্টা সত্বেও এ চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রা বহাল রয়েছে যথারিতি। কলিন কাল্ ভয়েস অফ এ্যামেরিকার পার্সিয়ান সার্ভীসকে বলেছেন- এ রফা বাস্তাবায়িত আমরা করবোই। ইরান যদি তার তরফের শর্তগুলো অনুসরন করে চলে- আমরাও আমাদের পক্ষে তাই করবো এবং বাস্তবতাই এর যাথার্থ নিশ্চিত করবে।

জুলাইয়ে ইরান এবং যুক্তরাষ্ট্র-বৃটেন-চীন-ফ্রান্স-রাশিয়া ও জার্মানীসহ ছয় বিশ্ব শক্তির মধ্যে সম্পন্ন চুক্তির, যুক্তরাষ্ট্র কংগ্রেসের রেপাবলিকান দলীয়রা অনমনীয়ভাবে বিরোধীতা করে আসছেন।রফার শর্তাবলি নিয়ে আলোচনা পর্যালোচনা করে ষাইট দিনের ভেতরে ভোটাভুটি করে চুক্তির পক্ষে- বিপক্ষে রায় দিতে হবে কংগ্রেসকে- এমনি কথা রয়েছে । তবে এখনো অব্দি ঐ চুক্তি প্রত্যাখ্যান করবার মতো কোনো প্রস্তাব প্রনয়ন অভিমুখে রেপাবলিকানরা বড়ো একটা এগুতে পারেন নি। ওদিকে আসছে বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দীতায় নামতে চান এরকমের বেশ কয়েকজন রেপাবলিকান দলীয় প্রার্থীর কেউ কেউ বলেছেন-তাঁর ঐ রফায় রদবদল করানোর চেষ্টা করবেন- কেউ কেউ আবার বলেছেন, ওটা রদ করাবেন তাঁরা। ইতিমধ্যে ইরান বলেছে- জাতিসংঘের পারমানবিক নজরদারী সংস্থা IAEA-র প্রধান কর্তাব্যক্তি ইউকিয়া আমানো আসছে সপ্তাহে তেহরান যাচ্ছেন। ওদিকে ঢাকা থেকে এক রিপোর্টে আমাদের সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বাংলাদেশে কর্মকর্তাদেরকে পারমানবিক রফা নিয়ে অবহিত করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ যারিফ বাংলাদেশ গিয়েছেন।

XS
SM
MD
LG