অ্যাকসেসিবিলিটি লিংক

অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার জন্য জামায়াতুল মুজাহিদীন দায়ী: বাংলাদেশ পুলিশ


A student holds a portrait of a University Professor A.F.M. Rezaul Karim Siddique during a protest against the killing in Dhaka, Bangladesh, April 29, 2016.
A student holds a portrait of a University Professor A.F.M. Rezaul Karim Siddique during a protest against the killing in Dhaka, Bangladesh, April 29, 2016.

পুলিশ দাবি করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি দায়ী। আর জেএমবি’র ৪ জন গুরুত্বপূর্ণ সদস্য ওই হত্যার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং এদের মধ্যে একজনকে সোমবার গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি জেএমবির রাজশাহী অঞ্চলের আঞ্চলিক অপারেশনাল কমান্ডার বলে পুলিশ বলছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি নিজেসহ ৪ জনের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে রাজশাহীর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন এক সংবাদ সম্মেলনে দাবি করেন।

পুলিশ জানায়, হত্যাকান্ডের পরে ওই ৪ জনকে রাজশাহীর একটি এলাকায় আশ্রয় দেয়ার জন্য তিনজনকে পুলিশ আটক করেছে। অধ্যাপক সিদ্দিকীকে দুর্বৃত্তরা ২৩ এপ্রিল কুপিয়ে হত্যা করে এবং আইএস হত্যার দায় স্বীকার করে। যদিও বাংলাদেশের কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG