অ্যাকসেসিবিলিটি লিংক

কুষ্টিয়ায় ‘ক্রসফায়ারে হত্যার’ অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি


বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলার একটি আদালত এক কৃষককে সন্ত্রাসী বানিয়ে ‘ক্রসফায়ারে হত্যার’ অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাসহ তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে।

রোববার কৃষক দাউদ হোসেন হত্যা মামলার বিচারিক কাজ শুরু হলে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, এসআই রবিউল ইসলাম ও কনস্টেবল ফারুক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করল আদালত।

বাংলাদেশে এই প্রথম কোন আদালত আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নিল।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৯শে জানুয়ারি কৃষক দাউদকে বাড়ি থেকে ওই তিন পুলিশ সদস্য ধরে নিয়ে যায়। পরে পুলিশ মোটা অংকের উৎকোচ দাবি করে। দাউদের পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে পরদিন ২০ জানুয়ারি তাকে ক্রসফায়ারে হত্যা করে পুলিশ। দাউদের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে আদালত এ ঘটনায় বিচার বিভাগিয় তদন্ত করে।

উল্লেখ, দেশ-বিদেশি মানবাধিকার সংস্থাগুলো বহুদিন যাবত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যা কাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের বিচার দাবি করে আসছে। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG