অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রসফায়ারে জঙ্গি সমস্যার সমাধান হতে পারে না: বাংলাদেশের পর্যটন মন্ত্রী


ক্রসফায়ারে জঙ্গি সমস্যার সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন ১৪ দলের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা ও সরকারের পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মেনন বলেন, প্রতিদিনই দেখা যাচ্ছে ক্রসফায়ারে লোক নিহত হচ্ছেন, যা জঙ্গি সমস্যার সমাধানের কোন উপায় হতে পারে না। দেশবাসী লক্ষ্য করছে আইন-শৃঙ্খলা বাহিনী ক্রসফায়ারের মধ্য দিয়ে তাদের দুর্বলতা ও ব্যর্থতার পরিচয়ও দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, মঙ্গলবারও পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আবদুস সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ঐ ব্যক্তির নামে অস্ত্র ও অন্যান্য ফৌজদারি মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

এ নিয়ে গত ১৬ দিনে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনায়, সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের নেওয়া উদ্যোগ সন্তোষজনক নয় বলে অভিযোগ করেছেন। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG