অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বে বাল্যবিবাহে বাংলাদেশ চতুর্থ


বাংলাদেশে বাল্যবিবাহ এক তৃতীয়াংশ কমানো সম্ভব নারীদের জন্য শিক্ষা বা প্রশিক্ষণের ব্যবস্থা করার মাধ্যমে, এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে।

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা পপুলেশন কাউন্সিলের পরিচালিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সকল দেশের মধ্যে বাল্যবিবাহের হারে বাংলাদেশ অবস্থান চতুর্থ। গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ বছর বয়সের নিচের মেয়েদের বিয়েকে বিবেচনায় নিলে ভারতের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

গবেষণাটি পরিচালনায় পপুলেশন কাউন্সিলকে সহায়তা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর লাইফ স্কিলস, ইনকাম অ্যান্ড নলেজ ফর অ্যাডোলোসেন্ট নামের একটি বেসরকারি সংস্থা।

বাংলাদেশে বর্তমানে নারীদের আইনগত বিবাহযোগ্য বয়স সর্বনিন্ম ১৮ বছর। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে এ আইনের প্রয়োগ নাই বললেই চলে, যে কারণে বাল্য বিবাহ কমার পরিবর্তে তা বেড়ে চলেছে।

বাংলাদেশ সরকার ২০৪১ সাল নাগাদ দেশকে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দিলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এ বিষয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পর্যাপ্ত কাজ করছে না সরকার। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00


XS
SM
MD
LG