অ্যাকসেসিবিলিটি লিংক

দুই মন্ত্রীকে ২০শে মার্চ আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট


সরকারের দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ আগামী ২০শে মার্চ স্বশরীরে আদালতে হাজির হয়ে তাদের আদালত অবমাননাকর বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেছে।

গত ৫ই মার্চ ঢাকায় এক অনুষ্ঠানে খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মজাম্মেল হক প্রধান বিচারপতি এস কে সিনহাকে উদ্দেশ্য করে আদালত অবমাননাকর বক্তব্য দেন।

৮ই মার্চ আপীল বিভাগ স্বপ্রনদিত হয়ে তাদের বিরুদ্ধে আদালত আবমাননার রুল জারী করেন এবং আজ মঙ্গলবার স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

তবে দুই মন্ত্রী সোমবার তাদের আইনজীবীর মাধ্যমে লিখিত ভাবে রুলের জবাব দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

খাদ্য মন্ত্রী বিদেশে থাকায় তিনি মঙ্গলবার আদালতে হাজির হতে পারেননি। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আদালতে হাজিরা দিলে তাদের আইনজীবী সময়ে চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৯ সদস্যের পুর্নাঙ্গ বেঞ্চ তাদের ২০শে মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG