অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা মুসলিমদের হত্যা-ধর্ষণ-বাড়িঘরে আগুন-লুণ্ঠন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন


মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুন এবং লুণ্ঠন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন মিয়ানমারে আজ বিশ্ব মানবতা ভূলুণ্ঠিত এবং চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার।

শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের নির্দেশে ও মদতে এ হত্যাকাণ্ড চলছে বলে উল্লেখ করে তিনি এসকল অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে, কয়েকটি রাজনৈতিক গ্রুপ এবং শ্রমিক সংগঠনের নেতারা ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক নজিরবিহীন ভাবে রোহিঙ্গা মুসলিম নিধনসহ দমন-নিপীড়ন বন্ধে জাতিসংঘের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG