অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সমুদ্র ও নদী বন্দরগুলো ব্যবহার করতে চায় নেপাল


বাংলাদেশের সমুদ্র ও নদী বন্দরগুলো ব্যবহারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে চায় নেপাল।

বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রান্সশিপমেন্টের বিষয়ে মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে নেপাল এ আগ্রহ প্রকাশ করেছে বলে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ও নেপালের পক্ষে সে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব চন্দ্র ঘিমির নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

বিবৃতিতে জানানো হয়, নেপালের প্রস্তাবের বিষয়ে উভয় দেশের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন ও কমিটির মতামতের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে বাংলাদেশ। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:37 0:00

XS
SM
MD
LG