অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান নিজেই ১৯৭৪ সালের চুক্তি ভঙ্গ করেছে: বাংলাদেশের আইনমন্ত্রী


বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামির ফাঁসীর দণ্ডাদেশ কার্যকর করা নিয়ে পাকিস্তানের দেয়া বিবৃতির কড়া সমালোচনা করে বলেছেন, তারা ঐ বিবৃতিতে ১৯৭৪ সালের যে চুক্তির কথা বলছে তারা নিজেরাই তা ভঙ্গ করেছে।

ঢাকায় শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন ১৯৭৪ সালে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে ত্রিদেশীয় চুক্তি হয়েছিল তার শর্ত মোতাবেক তারা পাকিস্তান সেনা বাহিনীর যে ১৯৫ জনের বিচার না করায় এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানীদের ফেরত না নেয়ায় চুক্তিটি কার্যকারিতা হারিয়েছে।

যুদ্ধাপরাধের বিচারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এটা নিয়ে কোনও রাষ্ট্রের কথা বলা উচিত নয়। বাংলাদেশের আইন মেনেই যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করা নিয়ে পাকিস্তান জাতিসংঘের দ্বারস্থ হবে বলে যে বক্তব্য তারা দিয়েছে সে বিষয়ে আইনমন্ত্রী বলেন, তাদের কথা বার্তায় মনে হচ্ছে তারা এখনো ঘুমিয়ে আছে। তিনি বলেন, একদিন তাদের কর্মকাণ্ডের নিন্দা জানাবে বিশ্ব। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG