অ্যাকসেসিবিলিটি লিংক

নারী কূটনীতিকের বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমে প্রতিবেদন ছাপায় নিন্দা পাকিস্তানের


বাংলাদেশে জঙ্গী তৎপরতায় অর্থায়নে জড়িত থাকার অভিযোগে ঢাকাস্থ পাকিস্তানী হাই কমিশনের একজন নারী কূটনীতিকের বিষয়ে বাংলাদেশের গণমাধ্যমে যাচাই বাছাই ছাড়া যে প্রতিবেদন ছাপা হয়েছে তার নিন্দা জানিয়েছে পাকিস্তান।

বুধবার ঢাকায় পাকিস্তানী হাই কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যায়িত করে বলেছে, এটা ঐ কূটনীতিকের সুনাম ক্ষুণ্ণ করান উদ্দেশ্য করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সকল কূটনৈতিক রীতিনীতি ও শিষ্টাচারের উপেক্ষা করে তাদের ভাষায় একটি সাজান প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যাতে স্বাগতিক বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি অশুভ পদক্ষেপের উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে পাকিস্তান হাই কমিশন জানতে পেরেছে পুলিশের গোয়েন্দা শাখা থেকে এ কাহিনীটি সাংবাদিকদের কাছে ছড়ানো হয়েছে এবং কিছু গণমাধ্যম যাচাই বাছাই না করে ঐ কূটনীতিকের ছবিসহ তা প্রকাশ করেছে। এর ফলে ওই কূটনীতিকের নিরাপত্তাও বিপন্ন হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

XS
SM
MD
LG