অ্যাকসেসিবিলিটি লিংক

১৯৫ জন পাকিস্তানী যুদ্ধবন্দীর অপরাধের তথ্য সংগ্রহে পাঁচ সদস্যের কমিটি গঠিত


১৯৭১-এর মুক্তিযুদ্ধকালে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত পাকিস্তানে ফেরত ১৯৫ জন পাকিস্তানী যুদ্ধবন্দীর অপরাধের তথ্য সংগ্রহের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত বিভাগের অংশ। এর মধ্যে ওই কমিটি কাজ শুরু করে দিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এই কমিটি ১৯৫ জন পাকিস্তানী সেনার তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করবে। উল্লেখ্য, গেল কিছুদিন ধরে ১৯৫ জন যুদ্ধবন্দীর বিচারের দাবি জানাচ্ছে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন মহল। ২৬ মার্চ ঢাকায় ওই যুদ্ধবন্দীদের প্রতীকী বিচারের উদ্যোগও নিয়েছে একটি নাগরিক কমিটি।

এদিকে, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানী সরকারের ভূমিকার প্রতিবাদে গণজাগরণ মঞ্চ ঢাকার গুলশানের কূটনৈতিক পাড়ায় পাকিস্তানি দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। গণজাগরণ মঞ্চ পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও দাবি জানিয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG