অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি'র নেতৃত্বে দুই আসামি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী বিএনপি দুই আসামিকে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে। একজন এতিমের অর্থ আত্মসাৎ করেছেন। অপরজন অর্থ পাচার মামলার আসামি।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

রোববার বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তফসিলে ১৯শে মার্চ দলের কাউন্সিলের দিন ভোট হওয়ার সময় কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের দুইজনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

শেখ হাসিনা বলেন, ‘৭৫ এর পর জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের হাতে দেশের পতাকা তুলে দিয়েছিলেন। খালেদা জিয়াও এর ধারাবাহিকতা বজায় রাখেন।

৭ই মার্চের ভাষণের নানা দিক তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২৬শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রথমে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান প্রচার করেছিলেন। এরপর দেশের বিভিন্ন এলাকায় দলের নেতারা তা প্রচার করেন।

বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবৈধ রাষ্ট্রক্ষমতা দখলের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, এই দল মানুষকে কি দেবে। বরং তারা এ দেশের রাজনীতিকে কলুষিত করেছে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG