অ্যাকসেসিবিলিটি লিংক

১৪ দলীয় জোট অভিযোগ করেছে যে, পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে


আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট অভিযোগ করেছে যে, পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ক্ষমতাসীন জোট পাকিস্তান সরকারের কর্মকান্ডে তীব্র সমালোচনা করে তাদের ওই সব বিষয়ে সার্কের মতো ফোরামে উত্থাপন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছে। সাথে সাথে তারা মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করার জন্য বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেন। রোববার ১৪ দলের এক যৌথ বৈঠক শেষে মন্ত্রী এবং জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
১৪ দলীয় জোটের বৈঠকে খালেদা জিয়ার মন্তব্য এবং পাকিস্তানের কর্মকান্ডের প্রতিবাদে ১৫ ফেব্রæয়ারি ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশকে আজ হোক কাল হোক ভেবে দেখতে হবে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে কিনা। মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য করায় খালেদা জিয়ার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন মোহাম্মদ নাসিম।...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:01:14 0:00


XS
SM
MD
LG