অ্যাকসেসিবিলিটি লিংক

সঠিক তথ্য প্রকাশের জন্য কোন সাংবাদিককে জেলে যেতে হয়নি: বাংলাদেশের তথ্যমন্ত্রী


পেশাদারিত্ব বজায় রেখে সঠিক তথ্য প্রকাশের জন্য কোন সাংবাদিককে নিগ্রহের শিকার কিংবা জেলে যেতে হয়নি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বিশ্ব তথ্য অধিকার দিবসের প্রাক্কালে মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান সরকার আমলে যেসব সাংবাদিক কারাগারে গেছেন, তারা রাজনৈতিক ‘দুষ্কর্ম ও সুনির্দিষ্ট অপরাধ’ করেছেন।

রাষ্ট্র গণমাধ্যমের শত্রু নয় বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে মিথ্যাচার ও খণ্ডিত তথ্যই এখন বড় চ্যালেঞ্জ। তিনি বলেন এ চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম এবং সাধারন মানুষের তথ্য অধিকার আইনের সহায়তা নেয়া উচিৎ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে তথ্য অধিকার আইনের আওতায় ৭৬ হাজার ৪৩ জন মানুষ তথ্য চেয়েছেন। যার মধ্যে তথ্য পেয়েছেন ৯৬ দশমিক ১০ শতাংশ মানুষ। ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG