অ্যাকসেসিবিলিটি লিংক

শেখ নিমরের মৃত্যুদন্ড কার্যকর করার প্রতিবাদে বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের মানববন্ধন


সৌদি আরবে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদন্ড কার্যকর করার প্রতিবাদে বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

শুক্রবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিয়া ধর্মাবলম্বীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা সৌদি আরবের তীব্র সমালোচনা এবং ওই প্রাণদন্ড প্রদানকে নৃশংস হত্যাকান্ড বলে উল্লেখ করেছেন।

মানববন্ধনে শিয়া সম্প্রদায়ের সংগঠন পাঞ্চাতন অনুসারী পরিষদের সভাপতি কাজী দেলোয়ার হোসেন তার প্রতিক্রিয়া জানান। বাংলাদেশে ৬ লক্ষাধিক মানুষ শিয়া সম্প্রদায়ভুক্ত বলে জানা গেছে।

উল্লেখ্য, ২ জানুয়ারি ওই প্রাণদন্ড কার্যকরের পর এ নিয়ে সৌদি আরব এবং ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্নসহ দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG