অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সন্ত্রাসীদের বিচার কাজ সরাসরি কারাগার থেকে আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ


Map of Bangladesh
Map of Bangladesh

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে কারা অধিদপ্তর আয়োজিত সাংবাদিক সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখারউদ্দিন সাংবাদিকদের বলেন, নিরাপত্তার স্বার্থে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের বিচার কাজ কারাগার থেকে আদালতে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন। আর এ দায়িত্ব নিয়েছেন আইন মন্ত্রনালয়। এছাড়া তিনি আরও বলেন, শর্ত সাপেক্ষে কারা বন্দিরা তাদের নিকট আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে পারবেন। কারাগারে সেবার মান বৃদ্ধি, এটিকে সংশোধনাগারে রূপান্তরে আরও একধাপ এগিয়ে যাওয়া, কারা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কাজের উদ্দীপনা বৃদ্ধি, কারা কর্মকর্তা ও বন্দীদের মধ্যে সেতু বন্ধনের লক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারী থেকে ৪ মার্চ পর্যন্ত কারা সপ্তাহ পালন করা হবে।

এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন নাসরিন হুদা বিথী।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00


XS
SM
MD
LG