অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে রাষ্ট্রীয়-সামাজিক পর্যায়ে ধর্মীয় স্বাধীনতা বিদ্যমান: অধ্যাপক মুহাম্মদ শাফিকুর রহমান


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ শাফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে ধর্মীয় স্বাধীনতা এবং সহনশীলতা বিদ্যমান।

মুসলিম সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্মের মর্যাদা দেয়া হলেও এতে সকল ধর্মের সম অধিকারের কথা বলা হয়েছ। দেশটিতে মুসলিম, হিন্দু এবং খ্রিস্টানদের জন্য পৃথক পারিবারিক আইন রয়েছে যাতে বিবাহ, তালাক এবং সন্তান দত্তক নেয়ার মত বিষয়গুলোর উল্লেখ রয়েছে। তবে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্তরা অভিযোগ করে থাকেন তাদের ভূমির অধিকারের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি বৈষম্যমূলক।

বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে অধ্যাপক মুহাম্মদ শাফিকুর রহমানের সঙ্গে কথা বলে ঢাকা থেকে রিপোর্ট করেছেন জহুরুল আলম।

XS
SM
MD
LG