অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নিখোঁজ ৭০ জনের একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে র‍্যাব


British national Hasnat Karim, center left, and University of Toronto student Tahmid Hasib Khan, center right, are taken before court in Dhaka, Bangladesh, Aug. 4, 2016.
British national Hasnat Karim, center left, and University of Toronto student Tahmid Hasib Khan, center right, are taken before court in Dhaka, Bangladesh, Aug. 4, 2016.

বাংলাদেশে ঘরছাড়া তরুণদের জঙ্গিবাদে জড়ানোর বিভিন্ন তথ্য বেরিয়ে আসার পর সারাদেশে নিখোঁজদের ৭০ জনের একটি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন র‍্যাব। সোমবার মধ্যরাতে র‌্যাবের ফেইসবুক পেজে দেয়া হালনাগাদ তালিকায় ৫৮ জনের ছবিও প্রকাশ করা হয়েছে । র‌্যাব বলছে, নিখোঁজ ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে। তালিকা প্রকাশের পর এসকল নিখোঁজ ব্যক্তিদের ফিরে আসা বা অবস্থান সম্পর্কে
জানানোর জন্য পরিবার এবং জনসাধারণকে অনুরোধ করেছে র‍্যাব।
এদিকে, গুলশানে সন্ত্রাসী হামলার পর সেখানকার কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে দায়িত্ব পালন করছে এহাজার দুশরও বেশি পোশাকধারী পুলিশ। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন এছাড়া সেখানে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।কূটনৈতিক এলাকায় চলছে না গণপরিবহনও। কোণও কোনও ক্ষেত্রে সড়কের একাংশ বন্ধ করে দিয়ে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে এবং নিরাপত্তার কারণে এখনো বন্ধ
রয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।
বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG