অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরব থেকে ৪০ হাজার বাংলাদেশী গৃহপরিচারিকাকে দেশে ফেরত পাঠানো হয়েছে


সৌদি আরব থেকে ৪০ হাজার বাংলাদেশী গৃহপরিচারিকাকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে সে দেশের আরব নিউজ অনলাইনে মঙ্গলবার খবর প্রকাশ করেছে।

নানা কারণে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে পত্রিকাটির খবরে উল্লেখ করে বলা হয়েছে এর মধ্যে অন্যতম কাজ করতে অনীহা।

এতে বলা হয়, একটি নিয়োগকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হুসেইন আল হারথি স্থানীয় মিডিয়াকে বলেছেন, সৌদি আরবে যেসব বাংলাদেশি নারী পরিচারিকা হিসেবে কাজ করতে এসেছিলেন তার মধ্যে ৫০ ভাগকেই দেশে ফেরত পাঠানো হয়েছে যার সংখ্যা ৪০,০০০।

এর কারণ হলো তারা কাজ করতে অস্বীকৃতি জানান বলে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশে তাদের প্রশিক্ষণে ঘাটতি আছে, ভাষাগত সমস্যা আছে এবং সৌদি আরবের সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার ক্ষেত্রে জটিলতা আছে।

ঢাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি তাদের কাছে পরিষ্কার নয় বলে উল্লেখ করে কোন মন্তব্য করতে রাজি হননি। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG