অ্যাকসেসিবিলিটি লিংক

আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি


বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন এবং ঐ অঞ্চলের মানুষকে রক্ষার লক্ষ্যে বনটির নিকটে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি।

কমিটির নেতারা সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, জনগণকে সাথে নিয়ে তারা তাদের আন্দোলনকে আর বেগবান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিতব্য বিদ্যুৎ প্রকল্পটি সুন্দরবন এবং এর জীব বৈচিত্র্যের কোন ক্ষতি করবে না বলে মন্তব্য করার দুই দিন পর জাতিয় কমিটি এ ঘোষণা দিল।

সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জনগণের আন্দোলনকে কলঙ্কিত না করে দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা থেকে জনগণের স্বার্থ সমুন্নত রাখবেন। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG