অ্যাকসেসিবিলিটি লিংক

আয়কর না দিয়ে বাংলাদেশ ছাড়তে পারবে না বিদেশীরা


বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের বিশেষ করে ভিসার মেয়াদোর্ত্তীণ ও অনুমোদনবিহীন অবস্থায় যারা রয়েছেন তাদের তালিকা প্রস্তুতের কাজ করছে সরকারের রাজস্ব বিভাগ। কর ফাকি ও অর্থ আদায়ের বিষয়টি খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাজস্ব কর্মকর্তাদের তথ্য মতে, বাংলাদেশের পোশাক খাত, বহুজাতিক কোম্পানীসহ বিভিন্ন খাতে বিদেশীরা কর্মরত রয়েছেন-সরকারি হিসাবে যার সংখ্যা আড়াই লাখ। তবে এর বাইরেও লক্ষাধিক বিদেশী অবৈধভাবে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

বিদেশীদের কর ফাকি বন্ধে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে বিশেষ নজরদারিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজস্ব বিভাগের পক্ষ থেকে। বাংলাদেশে কর্মরত কোনো বিদেশী নির্ধারিত ৩০ শতাংশ হারে আয়কর দেয়ার তথ্য-প্রমাণাদি ছাড়া এই দেশ ত্যাগ করতে পারবেন না।

এদিকে, ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতিতে একজন জার্মান নাগরিকের সম্পৃক্ততা এবং আরও কিছু বিদেশীর সম্পৃক্ততা থাকতে পারে এমন তথ্যাদির ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার বলেছেন যে, বিদেশীদের উপরে নজরদারি রয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG