অ্যাকসেসিবিলিটি লিংক

এক ফরাসী বিশ্ব ভ্রমণকারী বাংলাদেশে এসে তিন মাস ধরে নিখোঁজ


একজন ফরাসী বিশ্ব ভ্রমণকারী বিভিন্ন দেশ ভ্রমণের পরে বাংলাদেশে আসার পরে, প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন এবং তার সন্ধানের লক্ষ্যে ঢাকায় ফরাসী দূতাবাস বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা কামনা করেছে।

আর্থার ওঞ্জের নামের ২৯ বছর বয়সী ওই ফরাসী পর্যটক বিশ্ব ভ্রমণে বেরিয়ে বিভিন্ন দেশ ভ্রমণ করে জানুয়ারি বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ২৬ জানুয়ারি থেকে তার সাথে তার স্বজনদের আর কোন যোগাযোগ নেই; অর্থাৎ তখন থেকেই তিনি নিখোঁজ রয়েছেন- এমনটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে ঢাকাস্থ ফরাসী দূতাবাস।

ব্যাপারে ঢাকায় কোন কর্মকর্তা কোন মন্তব্য করেননি। তবে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন। বাংলাদেশ থেকে ওই ফরাসী পর্যটকের মিয়ানমার হয়ে মালয়েশিয়াসহ ওই অঞ্চলে যাওয়ার কথা ছিল বলে জানা গেছে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:32 0:00

XS
SM
MD
LG