অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ৯ দিনে কথিত বন্দুক যুদ্ধে ১২ জনের মৃত্যু


বাংলাদেশের উত্তরাঞ্চলের জয়পুরহাট জেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে মঙ্গলবার ভোরে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশ বলেছে তাঁরা ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশী অস্ত্র এবং দুইটি ধারাল অস্ত্র উদ্ধার করেছে।

বন্দুক যুদ্ধে নিহত সোহেল ও মুনির সম্প্রতি দেশব্যাপী যে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল তাতে জয়ী জয়পুরহাট জেলার ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ হত্যা মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ।

স্থানীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সমূহ এবং পশ্চিমা কয়েকটি দেশের প্রতিবাদ ও সমালোচনার মুখে বেশ কিছুদিন কথিত বন্দুক যুদ্ধে নিহতের ঘটনা স্তিমিত হয়ে গিয়েছিল।

অতি সম্প্রতি এ ধরনের ঘটনা প্রয়াসই ঘটছে। মঙ্গলবারে দুই জনের নিহতের মধ্য দিয়ে গত ৯ দিনে কথিত বন্দুক যুদ্ধে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ জনে। গত সপ্তাহে নিহত হয়েছেন ৯ জন এবং এই সপ্তাহে এ পর্যন্ত ৩ জন। এর মধ্যে ৫ জঙ্গি রয়েছে বলে পুলিশ দাবি করেছে। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG