অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গীদের বাসা ভাড়া দেয়া এবং তথ্য গোপনের অভিযোগে ঢাকায় চারজন গ্রেফতার


বাংলাদেশে গুলশানের সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারী জঙ্গীদের বাসা ভাড়া দেয়া এবং তথ্য গোপনের অভিযোগে শনিবার রাত এবং রোববার সকালে বেসরকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসি অধ্যাপক গিয়াসউদ্দিন আহসানসহ মোট চারজনকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

আদালত রোববার তাদের প্রত্যেককে ৮ দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ তিনজনকে শনিবার এবং রোববার গ্রেফতার করা হয় ঢাকার মিরপুরের শেওড়াপাড়ার একজন বাড়ির মালিককে।

এদিকে, দেশের সবকটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের সাথে এক বৈঠককে স্বরাষ্ট্র এবং শিক্ষামন্ত্রী শর্ত না মানলে ঐ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিলের কথা জানিয়ে দিয়েছেন।

মতবিনিময় সভায় সাম্প্রতিক হামলাগুলোতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের সম্পৃক্ততার কারণে সমালোচনার মুখে থাকা ঐ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম অভিভাবকদের প্রতি তার সন্তানদের উপরে নজর রাখার আকুল আবেদন জানিয়েছেন।
সভায় পুলিশসহ বিভিন্ন আইন শৃংখলা রক্ষাবাহিনীর প্রধানগণও বক্তব্য রাখেন। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG