অ্যাকসেসিবিলিটি লিংক

গাজীপুর ও টাঙ্গাইলে তিনটি অভিযানে ১১ জন সন্দেহভাজন জঙ্গী নিহত


বাংলাদেশে গাজীপুর এবং টাঙ্গাইলে শনিবার আইন-শৃংখলা রক্ষাবাহিনীর পৃথক পৃথক তিনটি অভিযানে ১১ জন সন্দেহভাজন জঙ্গী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। নিহতরা সবাই নব্য জেএমবি'র সদস্য বলে আইন-শৃংখলা বাহিনী বলছে।

এর মধ্যে গাজীপুরের পাতারহাটে একটি দোতলা বাড়িতে পুলিশ পরিচালিত অভিযানে ৭ জন নিহত হয়েছেন-যার মধ্যে পুলিশের দাবি অনুযায়ী, নব্য-জেএমবি’র সামরিক শাখার প্রধান এবং তালিকাভুক্ত জঙ্গী আকাশ রয়েছেন।

এছাড়া গাজীপুর শহর এবং টাঙ্গাইলে র‌্যাব পরিচালিত পৃথক পৃথক দুটি অভিযানে ২ জন করে অর্থাৎ ৪ জন নিহত হয়েছেন।

গাজীপুর পুলিশ প্রধান জানিয়েছেন, শনিবার সকাল ১০টা থেকে প্রায় ৬ ঘন্টা ধরে গাজীপুর পাতারহাট অভিযানে জঙ্গীদের আত্মসমর্পণের জন্য বলা হয়। কিন্তু তারা তা অগ্রাহ্য করে পুলিশের প্রতি গুলি এবং গ্রেনেড ছুড়তে থাকে। এতে ২ জন পুলিশ সদস্য আহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আত্মসমর্পণের আহবানে সাড়া না দেয়ায় গুলি করা হয়েছে।

নিহত ১১ জনের মধ্যে ২ জনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতরা সবাই ১৭ থেকে ২৫ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে। তিনটি অভিযানে কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG