অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের মেহেরপুরে কথিত বন্দুকযুদ্ধে চার যুবক নিহত


বাংলাদেশের উত্তরাঞ্চলের মেহেরপুর জেলা শহরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চার যুবক নিহত হয়েছেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ভোরে শহরের নূরপুর মোড়ে বন্দুক যুদ্ধের এ ঘটনা ঘটে।

নিহত যুবকরা হলেন সাদ্দাম হোসেন, রমেশ, সোহাগ এবং কানন। পুলিশ দাবি করেছে তাদের একটি টহল দল কিছু সন্ত্রাসীকে ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। গুলি বিনিময় কালে ঘটনাস্থলেই চার যুবকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

মানবাধিকার সংস্থার দেয়া তথ্য মোতাবেক ২০১৬ সালে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে এবং ক্রস ফায়ারে অন্তত ১৯৫ ব্যক্তি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন।

এদিকে, পাবনা শহর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি'র আঞ্চলিক কমান্ডার ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় জঙ্গি মোস্তাফিজুর রহমান শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG