অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তা নিয়ে এখনও বিশ্বাসযোগ্য হুমকি রয়ে গেছে-স্বরাষ্ট্রমন্ত্রী'র সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত


নিরাপত্তা নিয়ে এখনও বিশ্বাসযোগ্য হুমকি রয়ে গেছে। তাই তারা সতর্ক থাকবেন। বুধবার চার দেশের রাষ্ট্রদূতরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে এ কথাই জানিয়েছেন। তারা কিছুটা বিস্ময়ও প্রকাশ করেন আসলে বিদেশী হত্যা নিয়ে কি হতে যাচ্ছে। তবে তারা এটাও বলেছেন, নিরাপত্তা নিয়ে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা প্রশংসনীয়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার দূতগণ দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অপেক্ষমান সাংবাদিকদের বলেন, নিরাপত্তা নিয়ে এখনও শঙ্কা রয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাষ্ট্রদূতদের কোন বিষয়ে অনিশ্চয়তা রয়েছে তা জানতে চান। তথ্য পেলে বাংলাদেশী গোয়েন্দারা সে সব জায়গায় খুঁজে বের করবেন। এর জবাবে রাষ্ট্রদূতরা বলেন, যে সব জায়গায় শঙ্কা রয়েছে সে সব জায়গায় তাদের নিজেদের গোয়েন্দারাই কাজ করছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

XS
SM
MD
LG