অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ড-বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচলের সিদ্ধান্ত


উপকূলীয় এলাকা দিয়ে থাইল্যান্ডের সঙ্গে সরাসরি জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এই লক্ষ্যে খুব শিগগিরই একটি সমঝোতা স্বারক স্বাক্ষরের থাই প্রস্তাবে বাংলাদেশ সাড়া দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে থাইল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেনং সমুদ্র বন্দরের মধ্যে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল করবে। বর্তমানে বাংলাদেশ সফরকারী একটি উচ্চ পর্যায়ের থাই প্রতিনিধি দল বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে।

কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানান, বর্তমানে সিঙ্গাপুর হয়ে দুটি দেশের মধ্যে পণ্য আনা নেয়ায় কমপক্ষে ১২/১৩ দিন করে সময় লাগে। সরাসরি জাহাজ চলাচলে সময় লাগবে অনেক কম।

বর্তমানে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বছরে ১০০ কোটি ডলারের বেশি ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:35 0:00

XS
SM
MD
LG