অ্যাকসেসিবিলিটি লিংক

নিজামীর ফাঁসির প্রতিবাদে বাংলাদেশ থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে তুরস্ক


মওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি দন্ড কার্যকরের প্রতিবাদে তুরস্ক বাংলাদেশ থেকে তার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেফ এরদোয়ান বৃহস্পতিবার এই ঘোষণা দেন।

ঢাকায় পাওয়া খবরে দেখা যাচ্ছে, রাষ্ট্রদূত দেভরিস ওজতুর্ক ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছেন।

তুরস্কের হুররিয়াত ডেইলি নিউজ বলছে, বৃহস্পতিবার তার আংকারা পৌছানোর কথা রয়েছে। তবে পত্রিকাটি বলছে, দন্ড কার্যকরের পরেই তুরস্কের পররাষ্ট্র দফতর রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায়।

ঐ দেশের পররাষ্ট্র দফতর বুধবার এক বিবৃতিতে জনাব নিজামীর ফাঁসি দন্ড কার্যকরে তাদের ভাষায়, বেদনার্ত প্রতিক্রিয়া ও নিন্দাবাদ ব্যক্ত করে বলেছে, ফাঁসির দন্ড পাওয়ার মতো কোনো কাজ নিজামী করেছেন এটা তারা বিশ্বাস করেন না।

রাষ্ট্রদূত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সরকারকে জানানোর যে নিয়ম রয়েছে এক্ষেত্রে তা পালন করা হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাতে বলেছেন, তুরস্ক আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এদিকে, ফাঁসির দন্ড কার্যকর নিয়ে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব করার ঘটনা ঘটেছে।

ইসলামাবাদে দুপুরে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করলে ঢাকায়ও প্রতিবাদে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়। ঢাকার পক্ষ থেকে এই আচরণের কড়া প্রতিবাদ জানিয়ে কূটনৈতিক পত্র দেয়া হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।


XS
SM
MD
LG