অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান


সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার বর্তমানে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখ্য উপ-সহকারী মন্ত্রী উইলিয়াম টডের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈঠকে সাম্প্রতিক কয়েকটি দুঃখজনক হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে কিছু তথ্য দিয়ে সহায়তা করার কথা বলেছে বলে উল্লেখ করে তিনি বলেন, "আমরা এটাকে স্বাগত জানিয়েছি"।

এদিকে, উইলিয়াম টড ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপি'র কয়েকজন সিনিয়র নেতার সাথে সকালে প্রাতরাশ বৈঠক করেছেন। এ সম্পর্কে বিএনপি প্রতিনিধিদলের সদস্য ড. আব্দুল ময়ীন খান সাংবাদিকদের বলেন, "এটা একটা সৌজন্য সাক্ষাতকার ছিল"।

এর আগে, গত শনিবার পররাষ্ট্র সচিব শাহিদুল হুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন সিনিয়র কর্মকর্তার সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বৈঠক করেন। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG