অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিনটন ফাউন্ডেশনকে দেয়া ড. ইউনূসের অর্থ সম্পর্কে তদন্তের জন্য দুদককে পরামর্শ দেবেন প্রধান আইনজীবী


নোবেল জয়ী . মোহাম্মদ ইউনূসের গ্রামীণ আমেরিকা ক্লিনটন ফাউন্ডেশনকে অর্থ অনুদান হিসেবে দিয়েছে বলে বার্তা সংস্থার খবর প্রকাশের পরে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, ক্লিনটন ফাউন্ডেশনকে দেয়া . ইউনূসের অর্থ সম্পর্কে তদন্তের জন্য তারা দুদককে পরামর্শ দেবেন।

দুদকের প্রধান আইনজীবী বলেন, . ইউনূসের প্রদত্ত অর্থ যদি বৈধ পন্থায় দেয়া না হয় তা অর্থ পাচার বা মানিলন্ডারিংয়ের পর্যায়ে পড়বে। তিনি আরও বলেন, . ইউনূসের উচিত সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা।

উল্লেখ্য, বার্তা সংস্থা এসোসিয়েডেট প্রেস এক রিপোর্টে উল্লেখ করেছে যে, গ্রামীণ আমেরিকা, যার প্রধান . ইউনূস, তিনি ক্লিনটন ফাউন্ডেশনকে এক থেকে আড়াই লাখ ডলার অনুদান হিসেবে দিয়েছেন এবং গ্রামীণ রিসার্চ নামের আরেকটি সংস্থা থেকে দেয়া হয় ২৫ থেকে ৫০ হাজার ডলার। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG