অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের অভিযোগ আমেরিকা রাজনৈতিক কারণে সে দেশকে জিএসপি সুবিধা দিচ্ছে না


GSP Hearing in Congress
GSP Hearing in Congress

আমেরিকা রাজনৈতিক কারণে বাংলাদেশকে জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস জিএসপি সুবিধা দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জিএসপির জন্য আর কোনো উদ্যোগ নেয়া হবে না বলে সাংবাদিকদের কাছে মঙ্গলবার ঢাকায় মন্তব্য করে তিনি বলেছেন আমেরিকার দেয়া ১৬টি শর্ত এরই মধ্যে পূরণ করা হয়েছে। তিনি বলেন তারপরও জিএসপি না দিলে বাংলাদেশের পোশাক খাতের কোনো ক্ষতি হবে না। এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, যেসব কারণ দেখিয়ে তারা জিএসপি স্থগিত করেছিল,সেগুলো সব পূরণ করা হয়েছে। বাংলাদেশের চেয়েও পাকিস্তান ও ভিয়েতনামের অবস্থা বেশি খারাপ বলে উল্লেখ করে তিনি বলেন অথচ আমেরিকা তাদের জিএসপি দিয়েছে। তোফায়েল আহমেদ বলেন আফ্রিকার এমন কিছু দেশ রয়েছে যেখানে দাঙ্গা-সংঘাত লেগেই রয়েছে, তাদেরও জিএসপি দেয়া হয়েছে। তবেতিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে টিকফা চুক্তি রয়েছে,ভবিষ্যতে এর আওতায় তারা বাংলাদেশকে জিএসপি দিবে। এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্র বিশ্বের ১২২টি দেশের জিএসপি সুবিধা নবায়ন করলেও সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ ১২২ টি দেশকে ২০১৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেওয়া সম্পর্কিত বিলে সই করেছেন। এর প্রতিক্রিয়ায় বিএনপি অবশ্য বলেছে দুই দেশের মধ্যে তিক্ততার কারণেই বাংলাদেশ জিএসপি সুবিধা থেকে বঞ্ছিত হয়েছে যা উদ্বেগের বিষয়। ঢাকা থেকে এ সম্পর্কে জহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG