অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ এখনো পর্যন্ত জিকা ভাইরাসের বড় কোনো ঝুঁকিতে নেই: ডা. মাহমুদুর রহমান


বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্রাজিলসহ ঐ অঞ্চলের দেশগুলোতে জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের প্রেক্ষাপটে স্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। জিকা ভাইরাসের বাহক এডিস মশা যেহেতু বাংলাদেশেও রয়েছে, সে কারণে বাংলাদেশ জিকা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে কতোটা রয়েছে সে বিষয়ে ভয়েস অফ আমেরিকাকে বলেছেন বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের প্রধান অধ্যাপক ডা. মাহমুদুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ এখনো পর্যন্ত বড় কোনো ঝুঁকিতে নেই। ডা. মাহমুদুর রহমান বলেন, বড় ঝুঁকি না থাকলেও জিকা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:58 0:00

XS
SM
MD
LG