অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী


বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের কোনো আশঙ্কা নেই এবং তা সত্ত্বেও দেশে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন।

বিভিন্ন দেশে জিকা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও বিশ্বব্যাপী স্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা জারির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী যেসব ব্যবস্থা নেয়া দরকার, তার সবকিছুই নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাংলাদেশের সবগুলো নৌ, স্থল ও বিমানবন্দরে জিকা ভাইরাসের ব্যাপারে ব্যাপক নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, আজ পর্যন্ত বাংলাদেশে কারও দেহে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।

এদিকে, রোগটি প্রাণঘাতী নয় বলে উল্লেখ করে কর্মকর্তারা জানিয়েছেন, এই ভাইরাসবাহী মশা দেশে আছে কি না, তা দেখার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG