অ্যাকসেসিবিলিটি লিংক

দুষনের কারনে বেইজিং-এ এই প্রথম রেড-এ্যালার্ট জারি করা হয়েছে


দুষনের কারনে চীনের রাজধানী বেইজিং-এ এই প্রথম রেড-এ্যালার্ট জারি করা হয়েছে।

এর আওতায় স্কুল বন্ধ থাকবে, নির্দিষ্ট দিনসমূহে রাস্তায় গাড়ী বন্ধ থাকবে, বাইরের নির্মান কাজ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্থ থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত; অর্থাৎ ওই ক্ষতিকর ধুসর কুয়াশা না কমা পর্যন্ত; এই রেড-এ্যালার্ট আপাতত কার্যকর থাকছে।

বেইজিং এর আাকাশে জমাট বাধা ঘনো ধুসর কুয়াশার মধ্যে শহরের বেশীরভাগ মানুষ দুষন-মুক্ত থাকতে মুখোশ পরে চলাফেরা করছে। স্কুলে না গিয়ে বাচ্চারা ঘরে থাকছে। সাধারন মানুষ গাড়ী চালানো বন্ধ করে গন পরিবহনে চলাচল করতে শুরু করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্দিষ্ট মাত্রার চেয়ে বেইজিং এর বাতাসে PM2.5 নামের ক্ষতিকর দুষনের উপাদানের মাত্রা প্রতি কিউবিক মিটারে ২৫ মাইক্রোগ্রামের চেয়ে বেশি পাওয়ার পর সোমবার থেকে বেইজিং এই রেড-এ্যালার্ট জারি করে।

XS
SM
MD
LG