অ্যাকসেসিবিলিটি লিংক

বৈরুতে গাড়ী বোমা হামলায় মৃতের সংখ্যা ২২শে দাঁড়িয়েছে


Lebanon Explosion
Lebanon Explosion
বৈরুতে গাড়ী বোমা হামলায় মৃতের সংখ্যা ২২’এ দাঁড়িয়েছে eath Toll from Beirut Car Bombing Rises to 22

লেবাননের কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার বৈরুতের একটি আবাসিক এলাকায় গাড়ী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা ২২’এ দাঁড়িয়েছে। তদন্তকারীরা বোমা বিস্ফোরণের জায়গাটি পরীক্ষা নিরিক্ষা করছেন।

হেজবোল্লা বিরোধী ইসলামিক দল ব্রিগেইডস অফ আইশা ঐ হামলার দায়িত্ব স্বিকার করেছে। রাউইস নামে পরিচিত আবাসিক এলাকাটি হচ্ছে লেবাননের শিয়া জঙ্গীদল হেজবোল্লার শক্ত ঘাঁটি।

বৃহস্পতিবারের আক্রমণে আরো অন্তত ২’শ জন আহত হয়েছে। বৈরুত টেলিভিশনে প্রচারিত খবরে হতবিহ্বল অবস্থায় আহতদের ছুটাছুটি করতে দেখা যায়, বাড়ী-ঘড় বিদ্ধস্ত হয়েছে এবং অনেকগুলো গাড়িও আগুনে পুড়তে দেখা যায়।
দমকল বাহিনীর সদস্যরা মই ব্যবহার করে মানুষ জনকে বাড়ী থেকে বের করে আনতে সাহয্য করেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নী।

এই বছরের গোড়ার দিকে হেজবোল্লা সিরিয়ার সূন্নী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইএ সাহায্যের জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের দলে যোগ দেওয়ার পর থেকে ঐ এলাকায় দ্বিতীয় বার আক্রমণ হ’ল।
XS
SM
MD
LG