অ্যাকসেসিবিলিটি লিংক

 সেনাবাহিনীর চাকরিতে বাঙালি ছেলেরা আর পিছিয়ে নয় 


ব্রিটিশ আমলে বাঙালিদের ভীতু ও যুদ্ধ-বিমুখ জাতি আখ্যা দিয়ে সেনাবাহিনীতে বাঙালিদের বিশেষ নেওয়াই হত না। এছাড়া, সন্ত্রাসবাদী আন্দোলনে বাঙালিদের অংশ নেওয়াও এতে বাধা ছিল। স্বাধীনতার পরে পরিস্থিতি বদলায়।

কিন্তুফের সাতের দশকে নকশাল আমলে সেনাবাহিনীতে বাঙালিদের নেওয়া কমে গিয়েছিল। কিন্তু ২০১৬ সালে এসে দেখা যাচ্ছে, কোটা অনুসারে এ রাজ্যের যত ছেলেকে প্রতি বছর সেপাই পদে নেওয়ার কথা, দরখাস্ত পড়ে তার চেয়ে বেশিই।

গত কয়েক বছর ধরে গড়ে ২,০০০ বাঙালি ছেলের সেনায় চাকরি হচ্ছে। বেশির ভাগই অবশ্য জেলার ছেলে, যাদের সামনে অন্য চাকরির সুযোগ কম। একবার সেনাবাহিনীর চাকরিতে ঢুকলে ভাল বেতন আর তারপর জীবনভর পেনশন। ডাকাবুকো ছেলেদের কাছে সেনায় চাকরি মানে অ্যাডভেঞ্চারের সুযোগও। মৃত্যুভয় থাকুক, তবু পিছিয়ে থাকছে না বাঙালি ছেলেরা।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG