অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় রাশিয়ার ‘যুদ্ধাপরাধের’ নিন্দা জানাতে যুক্তফ্রন্ট


Germany Ukraine Diplomacy
Germany Ukraine Diplomacy

চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বুধবার ৫ ঘন্টার এক শীর্ষ বৈঠক শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ওঁলাদকে সঙ্গে নিয়ে সিরিয়ায় রাশিয়ার কথিত যুদ্ধাপরাধের নিন্দা জানাতে একটি যুক্তফ্রন্ট গঠন করেছেন। অন্যদিকে, নেতৃবৃন্দ অবশ্য ইউক্রেনের শান্তিচুক্তি বাস্তবায়নে একটি রোডম্যাপের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন। জার্মান সংবাদপত্র দ্য লোকাল বলেছে, বার্লিনে মি. ওঁলাদ, ইউক্রেন প্রেসিডেন্ট পেত্রো এবং রুশ প্রেসিডেন্ট ভ্ল্যাডিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরে মিস মার্কেল সিরিয়া ও রাশিয়ার যৌথভাবে আলেপ্পোতে তার ভাষায় অমানবিক এবং নিষ্ঠুর বিমান হামলার নিন্দা জানিয়েছেন। মি. পুতিন এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বলেছেন, আলেপ্পোতে একটি একতরফা অস্ত্র বিরতি প্রলম্বিত করতে তিনি প্রস্তুত রয়েছেন। এছাড়া, ইউক্রেন পরিস্থিতি নজরদারিতে ইইউ’র নিরাপত্তা বিষয়ক সংস্থা ওএসসিই এর একটি পুলিশ মিশনকে স্বাগত জানাতেও তারা একমত হন বলে পুতিন উল্লেখ করেন। উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া উপত্যকা করতলগত করার পরে জার্মানিতে এটাই রুশ প্রেসিডেন্টের প্রথম সফর। এ বিষয়ে অনুষ্ঠিত শেষ রাতের আলোচনাকে অত্যন্ত কঠোর উল্লেখ করে জার্মান নেতা মার্কেল বলেন, কী করলে যুদ্ধাপরাধ হয় সেটা সংজ্ঞায়িত করতে বৈঠকে নেতৃবৃন্দ জার্মানিকেই দায়িত্ব দিয়েছিলেন। আর জার্মানি যুক্তিসংগতভাবেই মনে করে যে, নির্বিচারে বোমা হামলা চালানো জনগনের কাছে অমানবিক এবং একটি নিষ্ঠুর অভিজ্ঞতা।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG