অ্যাকসেসিবিলিটি লিংক

হার হল বিহার বিধানসভার নির্বাচনে বি জে পি‘র


আগেই দিল্লি বিধানসভা নির্বাচনে শোচনীয় ভাবে পরাজিত হয়েছিল বিজেপি। এ বার, আবারও হার হল বিহার বিধানসভার নির্বাচনে। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর পদে বসতে চলেছেন বর্তমান মুখ্যমন্ত্রি নীতিশ কুমার। যতটা হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে হয়েছিল, রবিবার ফলাফল বেরনোর পরে দেখা গেল নীতিশ ও লালু প্রসাদের নেতৃত্বের মহাজোট অনায়াসেই হারিয়ে দিয়েছে বিজেপির নেতৃত্বের এনডিএ জোট। দেশ জুড়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে এই ফলের তাতপর্য কি দাঁড়াবে, তা নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভাবে এই নির্বাচনে দলের হয়ে প্রচার করেছিলেন তারপর এই পরাজয়কে বিরোধীরা মোদির নিজের পরাজয় এবং মোদির ১৮ মাসের রাজত্ব সম্পর্কে মানুষের রায় বলেই ব্যাখ্যা করছে। দীর্ঘ দিন রাজনৈতিক নির্বাসনের পরে ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠবার সুযোগ পাবেন লালু। পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনের আগে বিহারের এই ফলাফল যে বিজেপির রাজনৈতিক স্বপ্নকে দুর্বল করে দেবে, তাতেও সন্দেহ নেই। সংসদেও বিরোধীর পালে হাওয়া পেয়ে মোদি সরকারকে আরও বেগ দেবে।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG