অ্যাকসেসিবিলিটি লিংক

বিহারের সিওয়ানে দুষ্কৃতিদের গুলিতে মারা গেলেন বর্ষীয়ান সাংবাদিক রাজদেও রঞ্জন


সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর বিহারের সিওয়ানে দুষ্কৃতিদের গুলিতে মারা গেলেন বর্ষীয়ান সাংবাদিক রাজদেও রঞ্জন। তিনি হিন্দুস্থান পত্রিকার ব্যুরোচিফ ছিলেন। বাড়ি ফেরার পথে রেলওয়ে ষ্টেশনের কাছে তার জন্য মোটর বাইকে অপেক্ষা করছিল পাঁচ দুষ্কৃতি। রঞ্জন কে দুবার গুলি করা হয়। একটি গুলি লাগে তার মাথায় আরেকটি লাগে তার গলায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। বিহারে সিওয়ান এলাকাটি প্রাক্তন আর জে ডি এম পি মহম্মদ সাহাবুদ্দিন এর এলাকা হিসেবেই পরিচিত। গত দুহাজার চার সালে দুজনকে খুন করার অভিযোগে দোষী সাবস্ত্য হওয়ার পর এই মুহূর্তে যাবজ্জীবন কারাদন্ড ভোগ করছেন মহম্মদ সাহাবুদ্দিন। তবে জেলে থাকলেও এলাকায় তার প্রভাব এখনো যথেষ্ট বলেই জানা গেছে। অন্যদিকে ঝাড়খন্ডের দেওয়ারিয়া জেলায় দুষ্কৃতিদের গুলিতে মারা গেলেন আর এক সাংবাদিক। বছর পয়ত্রিশের অখিলেশ প্রতাপ সিং একটি নিউজ চ্যানেলের হয়ে সংবাদ সংগ্রহের কাজে নিযুক্ত ছিলেন বলে জানা গেছে। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবীর দাস এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। যদিও এই দুই সাংবাদিকের হত্যার ঘটনায় বিহার ও ঝাড়খন্ডের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এবং পাশাপাশি গোটা দেশ ও এই ঘটনায় নিন্দায় সরব।

সরাসরি লিংক

XS
SM
MD
LG