অ্যাকসেসিবিলিটি লিংক

রোমাঞ্চ কাহিনী লিখছেন ৭০ বছর বয়সী প্রেসিডেন্ট ক্লিন্টন


'দা প্রেসিডেন্ট ইস মিসিং'
মানুষ আশা করে একজন প্রেসিডেন্ট দায়িত্ব শেষ করার পর আত্মজীবনী লিখবেন যা হবে সর্বোচ্চ বিক্রিত বই। বিল ক্লিন্টন এখন লিখছেন রোমাঞ্চ কাহিনী।
সর্বোচ্চ বিক্রিত উপন্যাসের লেখক জেমস প্যাটারসনের সঙ্গে জোট করে রোমাঞ্চ কাহিনী লিখছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। 'দা প্রেসিডেন্ট ইস মিসিং' নামে তাঁর বইটি প্রকাশ পাবে ২০১৮ সালের জুন মাস নাগাদ। বইটির দ্বৈত প্রকাশক আলফ্রেড এ কেনফ এ্যান্ড লিটল এবং ব্রাউন এ্যান্ড কোম্পানী।
প্রকাশকদের মাধ্যমে প্রকাশিত বিল ক্লিন্টনের এক বিবৃতিতে তিনি বলেছেন একজন দায়িত্বে থাকা প্রেসিডেন্ট সম্পর্কে বই লেখার কাজটি ভীষণ মজার।
প্যাটারসন এক বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে কাজ করাটা আমার পেশাগত জীবনের জন্য একটি গুরুত্বপূর্ন ব্যাপার। তাঁর লেখার মাধ্যমে পাঠক পরিস্কার বুঝতে পারবেন একজন প্রেসিডেন্ট কেমন হয়।
এই রোমাঞ্চ কাহিনী হতে চলেছে ৭০ বছর বয়সী প্রেসিডেন্ট ক্লিন্টনের গল্প লেখার প্রথম প্রয়াস। কোনো সাবেক প্রেসিডেন্টের উপন্যাস লেখার ঘটনা বিরল হলেও লেখেন নি এমন নয়। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ২০০৩ সালে The Hornet's Nest নামে একটি ঐতিহাসিক উপন্যাস লিখেছিলেন।
প্রেসিডেন্ট কন্যা মার্গারেট ট্রুম্যান রহস্য সিরিজ 'ক্যাপিটাল ক্রাইম' লিখে বেশ খ্যাতি অর্জন করেছিলেন।
XS
SM
MD
LG