অ্যাকসেসিবিলিটি লিংক

ফিফা প্রেসিডেন্ট পদে ব্ল্যাটারকে আর সমর্থন করবেন না প্লাতিনি


বৃহষ্পতিবার ১২ই জুন ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের বর্ণাঢ্য অনুষ্ঠানে একাত্ম হলো পৃথিবীর লক্ষ কোটি মানুষ। দিকে দিকে সবুজ আর হলুদ পতাকা উড়ছে, জার্সি গায়ে দর্শকভক্তরা আনন্দে মেতেছে। সাঁও পাওলোর উত্তাল স্টেডিয়ামে উচ্ছল নাচগানের আসর। কয়েকঘন্টা আগেও যেমন সামাজিক সমস্যা নিয়ে প্রতিবাদ বিক্ষোভ হয়তো বড় হয়ে উঠছে বলে আশংকা ছিল, সেই কালো মেঘ সাময়িক হলেও কোথায় যেন ভেসে গেল।

ব্রাজিলের উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাংলাদেশ যেন দূরে নয়। ঘরে বাইরে ব্রাজিল আর্জেন্টিনার পতাকার মাঝে বাংলাদেশের পতাকা উড়ছে অবিরাম। পথে পথে ফুটবল ভক্তদের ভীড়। টেলিভিশনের পর্দায় সবার দৃষ্টি। বিশ্বকাপের খবরের গুঞ্জনে চোখে আর ঘুম নেই!
প্রথম বলটি গড়াল স্বাগতিক ব্রাজিল আর ক্রোয়েশিয়া - যাতে ব্রাজিল ৩-১ গোলে হারালো ক্রোয়েশিয়াকে

ওদিকে ছোট্ট একটি খবর – ফ্রান্স তথা ইওরোপের এককালের অন্যতম সেরা ফুটবলার, বর্তমানে ইওরোপীয় ফুটবল সমিতির প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি বলেছেন, তিনি আগামীতে ফিফার প্রেসিডেন্ট পদে সেপ ব্ল্যাটারকে আর সমর্থন করবেন না।
XS
SM
MD
LG