অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচন কমিশন পুনর্গঠনে রূপরেখা দিয়েছেন খালেদা জিয়া


বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হলে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তা পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন।

বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়া শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় সংসদের অবাধ, সুষ্ঠু এবং গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সৎ, সাহসী, স্বাধীন এবং শক্তিশালী নির্বাচন কমিশনের বিকল্প নেই।

খালেদা জিয়া বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন জনগণ চায়, যেখানে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং তার ফলাফল কেউ বদলে দিতে পারবে না।

তিনি নির্বাচন কমিশনকে পুনর্গঠনের জন্য একটি বিশদ রূপরেখা উপস্থাপন করেন, যাতে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছেন। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG