অ্যাকসেসিবিলিটি লিংক

বোকো হারামের প্রকাশিত ভিডিওতে অপহৃত মেয়েদের দেখানো হয়


Esther Yakubu hold a photo of her daughter, Dorcas Yakubu, the Chibok girl who was featured in the Boko Haram video that was released today in Abuja, Nigeria, Aug. 13, 2016. (C. Oduah/VOA)
Esther Yakubu hold a photo of her daughter, Dorcas Yakubu, the Chibok girl who was featured in the Boko Haram video that was released today in Abuja, Nigeria, Aug. 13, 2016. (C. Oduah/VOA)

নাইজেরিয়ার জিহাদী গ্রুপ বোকো হারাম রবিবার একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। ২০১৪ সালে তারা চিবুক শহরের একটি স্কুল থেকে যে মেয়েদের অপহরণ করে, ওই ভিডিওতে সেই মেয়েদের কয়েকজনকে দেখানো হয়েছে এবং বলা হযেছে অন্যান্য মেয়েরা সরকারি বিমান আক্রমণে নিহত হয়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নেকাব পরা মেয়েরা মাটিতে বসে আছে বা দাড়িয়ে আছে। নাইজেরিয়ার উত্তর পুর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি স্কুল থেকে প্রায় ২৭৬ (দুশো ছিয়াত্তর) মেয়েকে অপহরণ করা হয়। তাদের মধ্যে ২১৮ জন এখনও নিখোঁজ। নাইজেরিয়ার সরকার দু বছর ধরে তাদের খোঁজ করছে। বিশ্ব ব্যাপী ওই অপহরণের সমালোচনা করা হয়।

বিবদমান বোকো হারাম নেতা আবু বকর শেকাও ওই ভিডিও প্রকাশ করেন। অগাস্ট মাসের গোড়ার দিকে শেকাও ওই খবর অস্বীকার করেন যে চরমপন্থী ওই গ্রুপের নেতা হিসেবে তাকে স্থলাভিসিক্ত করা

XS
SM
MD
LG