অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় বোকো হারামের আবারও আক্রমণ


নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠি বোকো হারাম দেশটির উত্তর পূর্বাঞ্চলে এক আক্রমণ চালিয়ে তেরো জনকে হত্যা করেছে।

নিরাপত্তা কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন যে শুক্রবার রাতে বিদ্রোহীরা বর্নো রাজ্যের মায়দুগুরিতে রকেটের সাহায্যে একটি আবাসিক ভবনে গ্রেণেড নিক্ষেপ করে।

ঐ হামলায় ১৭ জন আহত হয়েছে। একজন বাশিন্দা বলছেন যে তিনি চল্লিশবার বিস্ফোরণের শব্দ শুনেছেন তার পর আর হিসেব রাখতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই হামলার পর , তরুণদের সশস্ত্র একটি নজরদারী দল , বোকো হারামের অগ্রযাত্রা রোধ করতে রাস্তায় নেমে আসে।

মায়দুগুরির এই আক্রমণের কয়েক ঘন্টা আগে বোকো হারাম জঙ্গিরা মায়দুগুরি থেকে ২৭০ কিলোমিটার দূরে , তাশান আলিদ নামের একটি গ্রামে বিয়ের উৎসবে বোমা বর্ষণ করে। প্রত্যক্ষদর্শীরা বলেন যে প্রথম বিস্ফোরণের শিকার ব্যক্তিদের উদ্ধার করার সময়ে দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে। সেখানেও ঐ জোড়া বোমা আক্রমণে সাতজন প্রাণ হারায় এবং আরো অনেকে আহত হয়।

XS
SM
MD
LG