অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় নির্বাচন পন্ডের হুমকি দিয়েছে বোকো হারাম


নাইজেরিয়ার জঙ্গী দল বোকো হারাম দেশের নির্বাচন পন্ড করার হুমকি দিয়েছে। ইতিমধ্যে ঐ নির্বাচন অনুষ্ঠান আগামী মাস পর্যন্ত মুলতবি করা হয়েছে।

মঙ্গলবার দিনের শেষে অনলাইনে পোস্ট করা একটি নতুন ভিডিওতে বোকো হারাম প্রধান আবুবকর শেকু বলেছেন, যদিও এই সংঘাতে তার যোদ্ধারা প্রাণ হারাচ্ছে, আল্লাহ এই নির্বাচন হতে দেবেন না।

এই জঙ্গীদল, বারবার নাইজেরিয়দের হুমকি দিয়েছে, যাতে তারা প্রেসিডেণ্ট এবং সংসদ নির্বাচনে ভোট না দেয়। মার্চের ২৮ তারিখ এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। ফেব্রুয়ারীর ১৪ তারিখ এই নির্বাচন হওয়ার কথা ছিল, পরে কর্মকর্তারা তা পিছিয়ে দেন।

ওদিকে, নিজার থেকে খবর এসেছে, নাইজেরিয় সীমান্তের কাছের এক গ্রামে একটি অজ্ঞাতনামা বিমান থেকে বোমা ফেলা হলে, অন্তত ২০জন প্রাণ হারায়। নাইজেরিয়া এই বোমা হামলার দায় অস্বীকার করেছে।

XS
SM
MD
LG