অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যামনেস্টি বলেছে বোকো হারাম দমন অভিযানে ৮ হাজার নিহত হয়েছে


In this photo taken Wednesday, April 8, 2015, a woman walks past Nigerian Soldiers at a checkpoint in Gwoza, Nigeria, a town newly liberated from Boko Haram. Each day brings new reports of atrocities, with mass graves being discovered in towns seized ba
In this photo taken Wednesday, April 8, 2015, a woman walks past Nigerian Soldiers at a checkpoint in Gwoza, Nigeria, a town newly liberated from Boko Haram. Each day brings new reports of atrocities, with mass graves being discovered in towns seized ba

একটি মানবাধিকার গ্রুপ বলেছে নাইজেরিয়ার সরকার জঙ্গী গ্রুপ বোকো হারাম নির্মূল করার লক্ষ্যে যে অভিযান চালায় তাতে ৮ হাজারের বেশি নাইজেরিয়ান নিহত হয়।

Amnesty International বলেছে তাদের গবেষকরা দেখেছেন যে ২০০৯ সালের পর থেকে নাইজেরিয়ার সামরিক বাহিনী যে অভিযন চালিয়েছে তাতে ১২০০ বেশি মানুষকে হত্যা করা হয়। তারা বলেছে অন্তত আরও ৭ হাজার মানুষ প্রাণ হারায় সরকারি হেফাজতে নির্যাতন, পিপাসায়, ক্ষুধায় অথবা কারাগারে অতিরিক্ত বন্দীদের ভীড়ে।

মানবাধিকার গ্রুপ বলেছে বন্দীদের আটক পরিস্থিতি এবং উচ্চ মৃত্যুর হার বিষয়ে শীর্ষ সামরিক কর্মকর্তারা পুরপুরি অবহিত ছিলেন।

XS
SM
MD
LG