অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ার ২৭৬ নিখোঁজ স্কুল ছাত্রীর তল্লাসীতে যুক্তরাষ্ট্র-সহ চারটি দেশের অঙ্গীকার


বোকো হারাম জঙ্গী দল কতৃক অপহৃত নাইজেরিয়ার ২৭৬ নিখোঁজ স্কুল ছাত্রীর তল্লাসীতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র-সহ চারটি দেশ অঙ্গীকার করেছে।

বৃহস্পতিবার আবুজায় বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনে ভাষণদানকালে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন, নিখোঁজ স্কুল-বালিকাদের খোঁজে সহায়তা করতে অঙ্গীকারকারী সর্বসাম্প্রতিক দেশ চীনকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য দেশের প্রতিশ্রুতির কথাও বলেন।

তিনি বলছেন, “যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স, নাইজেরিয়ার এই সংকট সমাধানে সহায়তা করতে এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। আামি বিশ্বাস করি এই অপহরণের ঘটনা নাইজেরিয়ায় সংঘঠিত শেষ সন্ত্রাসের ঘটনা”।

এদিকে বুধবার যুক্তরাস্ট্রের সেনা সূত্র জানিয়েছে নিখোজ বালিকাদের তল্লাসীতে যোগাযোগ, রসদ সরবরাহ এবং সহায়তার লক্ষ্যে শীঘ্রই যুক্তরাস্ট্রের বিশেষজ্ঞরা নাইজেরিয়ায় পৌঁছাবেন। যুক্তরাজ্য উপগ্রহ চিত্র এবং ফ্রান্স নিরাপত্তা কর্মী দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে।

বোকো হারাম নেতা জানিয়েছে তার দল অপহৃত বালিকাদেরকে বিক্রি করে দেবে। ১৪ই এপ্রিলে নাইজেরিয়ার বর্ন রাজ্যের একটি স্কুল থেকে ঐ বালিকাদেরকে অপহরণ করা হয়।

নাইজেরিয়ার পুলিশ এ ব্যাপারে যে কোনো তথ্য প্রদানকারীর জন্য ৩ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছে।
XS
SM
MD
LG